ইসমাইল হোসেনঃ সদ্য ঘোষিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতি সন্তান কাজী আশরাফ সিদ্দিকি। তিনি কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের মাওলানা সিরাজুল হকের ছেলে। এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি পলাশতলী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ত্যাগী ও সৎ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তারই ফলস্বরূপ হিসেবে তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব অর্পণ করা হয়। শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে ৩৭ জন ভাইস চেয়ারম্যান ও ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় জাতীয় পার্টির নেতারা জানায়, কাজী আশরাফ সিদ্দিকি আমাদের গর্ব। তিনি এ উপজেলায় খুবি জনপ্রিয় একজন নেতা।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকি বলেন, দলের চেয়ারম্যান জিএম কাদের মহোদয় আমাকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ায় টাঙ্গাইল-০৮ আসনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে তৃণমূল থেকে এ পর্যন্ত এসেছি। দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতারা যে সহযোগিতা আমাকে করেছে তা কখন ভুলার মতোনা। তাই সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই।