নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আন্ত:জেলা জুয়াড়ি দলের ৪৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, নোয়াখালী, জামালপুর, কুষ্টিয়া ও ঢাকা জেলার বিভন্ন উপজেলার বাসিন্দা। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি এলাকার সামাজিক বনায়নের ভেতর তাবু টাঙিয়ে জুয়া খেলা চলছিল। এলাকার লোকজন তাদের ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪৩জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই এলাকায় অপরিচিত অনেক লোক দেখে সন্দেহ হলে স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করে। স্থানীয়দের জেরার মুখে তারা জানায় তাদের সহযোগীরা কয়েকটি গাড়িযোগে রাজাবাড়ি এলাকায় জুয়া খেলতে গিয়েছে। আমরাও সেখানে যাচ্ছি। ওই এলাকার দেওয়ান আবদুর রউফের ছেলে দেওয়ান ইস্কান্দার জুয়া খেলতে তাদের নিয়ে আসে বলেও তারা স্বীকার করে।
সখীপুর থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন বলেন, গ্রাম পুলিশ ও স্থানীয়দের ফোন পেয়ে ৪৩ জুয়াড়িকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
-এসবি/শাকিল/হায়দার/সানি