• বাংলাদেশ ও ভারতে আলোচিত ঝড়টির নাম ফণি, ফণী নাকি ফেনি!! দেখে নেওয়া যাক –
আধুনিক বাংলা অভিধানে স্বতন্ত্র ‘ফণি’ বলে কোন শব্দই নাই। আছে ‘ফণী’ যার অর্থ ফণা ধারণ করে এমন প্রাণী, সাপ।
তবে ফণী এর সাথে রাজ, নী, ভূষণ, ভুক যুক্ত হলে ই-কার হবে। যেমন- ফণিরাজ, ফণিনী, ফণিভূষণ, ফণিভুক।
অনেকে আবার এটাকে ফেনি বলছে যার অর্থ চিনি বা গুড়ের তৈরি ফাঁপা বাতাসা; বড়ো বাতাসবিশেষ।
তবে ঝড় ‘ফণী’ নাম দিয়েছে বাংলাদেশ।
এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ফণী।
সুতরাং সঠিক উত্তর ফণী হবে।
ব্যাকরণগত ব্যাখ্যা সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম সানি