নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ছিলিমপুরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘মানবতা ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২০ মে) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের সদস্যরা রাস্তার দু’ধারে বেশ কিছু গাছ রোপন করেন। আয়োজিত অনুষ্ঠানে ফাজলে রাব্বি রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাখাওয়াত অপু, উপদেষ্টা মাকসুদুল আলম, নুর কুতুবুল আলম পলাশ,শরিফুল ইসলাম,রাশেদ সরকার, আবুবকর সিদ্দিকী রনি, রোকসানা মল্লিক, জনি, রাজীব,আঃ রউফ,নারায়ন,চন্দ্র,সুমন,সাহা,জাহাঙ্গীররনি,শাহীনুর রকি,সোলায়মান,রাকিব,শাহেদ,হাসিব,বারী,হাবিবুর,ইমন,সজিব,ফারদিন,সাকিব,ইমরান,ইফাত,সাকিব,সাজিদ,আজিজুল,কৌশিক,শামীমা শিমু। এ ছাড়াও উপস্থিত ছিলেম্লনসাজ্জাদ আহম্মেদ সবুজ, রফিকুল ইসলাম রাজা,কায়ছার আহম্মেদ,মামুন রেজা মিল্টন,হুরমুজ তালুকদার,মানিক মিয়া,আতিকুর মিঠু, সেকান্দার আলী,আয়নাল মিয়া, সোহেল রানা প্রমুখ। বৃক্ষ রোপন কর্মসূচি সার্বিকভাবে সহযোগিতা করেছেন সালমা নিগার ও সুজন আহম্মেদ জয়।