বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার চার সাংবাদিক হলেন- ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার প্রতিনিধি মোহাইমিনুল মন্ডল। এছাড়াও আরও দুই নৌকার মাঝিকেও মারধর করা হয়েছে। আহত সংবাদকর্মীরা জানান, উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় স্থানীয় প্রভাবশালী ফজল মন্ডলের নেতৃত্বে দীর্ঘদিন জুয়ার আসর চলছিল। টাঙ্গাইল ও দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক জুয়াড়ি সেখানে নিয়মিত জুয়া খেলে। জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীরা তাদেরসহ নৌকার দুই মাঝিকে বেদম মারধর করে। এ সময় একটি ক্যামেরা ভাঙচুর, আরেকটি ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয় জুয়াড়িরা। পরে তাদের ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বলেন, সংবাদ সংগ্রহে গেলে জুয়াড়ির প্রধান ফজল মন্ডল আমাদের সামনে একজনকে মোবাইলে বলেন, স্যার আপনাদের পুলিশের কোনও লোক আসছে কিনা। এরপরই জুয়াড়িরা অতর্কিতভাবে হামলা চালায় আমাদের ওপর। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত চার জন সাংবাদিকসহ ৬ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এরমধ্যে চার জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্টগুলো পাওয়ার পর তাদের শরীরে কী ধরনের ক্ষতি হয়েছে তা জানা যাবে।’
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘গোবিন্দাসী ঘাট কাশবন এলাকার চরে যে জুয়ার আসর বসতো তা জানা ছিল না। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। এ বিষয়ে সাংবাদিকরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’