নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে দুই হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সূত্র: বাংলানিউজ