নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে পুরোনো নেতাদের ওপরই আস্থা রেখেছেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে সবার সম্মতির ভিত্তিতে ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও জোয়াহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁরা উভয়েই বীর মুক্তিযোদ্ধা। সোমবার টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক তাঁদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, ফজলুর রহমান খান ফারুক ও জোয়াহেরুল ইসলাম দুজনেই আগের কমিটিতেও সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
–বার্তা ডেস্ক