15 C
Dhaka
Thursday, December 12, 2024

টিকেট থাকার পরও, বিদেশ যাওয়া হলোনা ফজলুল হকের

জাহিদ হাসান: প্রায় পাঁচ বছর যাবৎ সৌদিতে...

সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...

সখীপুরে প্রবাসী দম্পতির ১০ হাজার বস্তায় আদা চাষ, ৮০ লাখ টাকা বিক্রির আসা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে নেদারল্যান্ড প্রবাসী মো....

টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্টের ফিকচার

অন্যান্যখেলাটাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্টের ফিকচার

বার্তা ডেস্কঃ 

ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে আগামি মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্ট। টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যাগে টাঙ্গাইল স্টেডিয়ামে এই টুর্নামেণ্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেণ্টে টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন উপজেলার ১০টি প্রেসক্লাব এবারই প্রথম ক্রিকেট টুর্নামেণ্টে অংশ নিচ্ছে।

টাঙ্গাইল প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ভূঞাপুর প্রেসক্লাব, বাসাইল প্রেসক্লাব, সখীপুর প্রেসক্লাব, দেলদুয়ার প্রেসক্লাব, নাগরপুর প্রেসক্লাব ও মির্জাপুর প্রেসক্লাব এই ক্রিকেট টুর্নামেণ্টে অংশগ্রহণ করছে।
এরই মধ্যে টুর্নামেণ্টের সিডিউল চূড়ান্ত হয়ে গেছে। প্রেসক্লাব দলগুলোকে ক, খ, গ এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ক- গ্রুপে রয়েছে ঘাটাইল প্রেসক্লাব, দেলদুয়ার প্রেসক্লাব ও নাগরপুর প্রেসক্লাব। খ-গ্রুপে রয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, বাসাইল প্রেসক্লাব ও ভূঞাপুর প্রেসক্লাব। গ- গ্রুপে রয়েছে মির্জাপুর প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব ও সখীপুর প্রেসক্লাব। প্রথম রাউন্ডে ক- গ্রুপের প্রত্যেকটি দল দুটি করে খেলা খেলবে। খ- গ্রুপের প্রত্যেকটি দল তিনটি করে খেলা খেলবে ও গ- গ্রুপের প্রত্যেকটি দল দুটি করে খেলায় অংশ নেবে।
টুর্নামেণ্টের নিয়ম অনুযায়ী ক- গ্রুপ থেকে একটি দল, খ- গ্রুপ থেকে দুটি দল এবং গ- গ্রুপ থেকে একটি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে প্রত্যেক দল একটি করে খেলা খেলবে। সেমিফাইনালে যে দুটি দল বিজয়ী হবে তারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয় খেলা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি খেলা টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল স্টেডিয়ামে আগামি মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঘাটাইল ও দেলদুয়ার প্রেসক্লাবের খেলার মধ্য দিয়ে টুর্নামেণ্টের উদ্বোধন হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে বাসাইল ও কালিহাতী প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৩ ফেব্রুয়ারি(বুধবার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল প্রেসক্লাব বনাম ভূঞাপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে গোপালপুর প্রেসক্লাব বনাম মির্জাপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় নাগরপুর প্রেসক্লাব বনাম দেলদুয়ার প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে বাসাইল প্রেসক্লাব বনাম ভূঞাপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৫ ফেব্রুয়ারি(শুক্রবার) সকাল সাড়ে ৯টায় ঘাটাইল প্রেসক্লাব বনাম নাগরপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে সখীপুর প্রেসক্লাব বনাম মির্জাপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৬ ফেব্রুয়ারি(শনিবার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৭ ফেব্রুয়ারি(রোববার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল প্রেসক্লাব বনাম বাসাইল প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে সখীপুর প্রেসক্লাব বনাম গোপালপুর প্রেসক্লাবের খেলা অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে।
আগামি ১৮ ফেব্রুয়ারি(সোমবার) সকাল সাড়ে ৯টায় ক- গ্রুপ চ্যাম্পিয়ন বনাম খ- গ্রুপ চ্যাম্পিয়ন দলের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২.৩০ মিনিটে গ- গ্রুপ চ্যাম্পিয়ন বনাম খ- গ্রুপ রানার্সআপ দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আগামি ১৯ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সকাল ১০টায় প্রথম সেমিফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles