নিজস্ব প্রতিনিধি : ‘ট্রাফিক আইন মেনে চলুন, দূর্ঘটনা রোধে সহায়তা করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘ট্রাফিক পক্ষ’ উপলক্ষে টাঙ্গাইলে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া,মো. শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার, ট্রাফিক ইন্সপেক্টর এশরাজুল হকসহ পুলিশের উর্দ্ধতম কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের সদসরা। র্যালিতে অংশ নেয় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সড়ক ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে আবারও দেশব্যাপী পালিত হচ্ছে ‘ট্রাফিক পক্ষ’।
গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সারাদেশে একসঙ্গে ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।