17 C
Dhaka
Thursday, January 23, 2025

সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী...

সখীপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮)...

লাবীব গ্রুপে এসএসসি ও এইচএসসি পাশে নিয়োগ, সখীপুরবাসীর অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: লাবীব গ্রুপের সিস্টার কনসার্ন Excel...

টয়লেটের চেয়ে বেশি জীবাণু থাকে স্মার্ট ফোনে

সখীপুরটয়লেটের চেয়ে বেশি জীবাণু থাকে স্মার্ট ফোনে

phone-generic

  • সখীপুর বার্তা প্রযুক্তি ডেস্ক: টয়লেটের থেকেও বেশি পরিমাণ জীবাণু ও ব্যাকটেরিয়া বহন করছে বর্তমান সময়ের স্মার্ট ফোন। এখনকার আধুনিক যুগে সকলের হাতেই রয়েছে স্মার্ট ফোন। তবে এই স্মার্ট ফোনই তাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের পুনে রিসার্চ সেন্টার স্মার্ট ফোন নিয়ে গবেষণা শেষে এই ভয়াবহ তথ্য জানিয়েছে। গবেষকরা জানান, বর্তমান স্মার্ট ফোনগুলোতে প্রচুর পরিমাণের ব্যাকটেরিয়া ও জীবাণু রয়েছে। গবেষণার মাধ্যমে তারা স্মার্ট ফোনে তিন ধরনের জীবাণু পেয়েছেন। এছাড়াও গবেষকরা ২৭ টি স্মার্ট ফোন নিয়ে গবেষণা করে ৫ শ’ রকমের ব্যাকটেরিয়া ও ৩০ রকমের ফাঙ্গাসের উপস্থিতি পেয়েছেন। স্মার্ট ফোন নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানান, স্মার্ট ফোন ও কম্পিউটারের কি-বোর্ড একটি টয়লেট সিটের থেকেও বেশি নোংরা। এগুলো অনেক পরিমাণের ক্ষতিকর জীবাণু বহন করে। মানবদেহের জন্য এসব জীবাণু ও ব্যাকটেরিয়া খুবই ক্ষতিকর। তারা আরো জানান, এসব ফোন ও ডিভাইস মানুষের ঘাম বহন করে। আর সেই ঘাম শুকিয়ে প্রচুর রোগ জীবাণু উৎপাদন করে। ২০১৫ সালে মিসরের একটি হেলথ কেয়ার গবেষণা সেন্টারে অনেক স্মার্ট ফোন ও ডিভাইস নয়ে গবেষণা করা হয়। সেখানেও সেসব ডিভাইস থেকে প্রচুর ব্যাকটেরিয়া ও রোগ জীবাণু পাওয়া গেছে বলে গবেষকরা জানান। এই ব্যাকটেরিয়া ও জীবাণু মানবদেহেও ছড়িয়ে গেছে বলে জানিয়েছিলেন গবেষকরা। স্মার্ট ফোনগুলো পরিষ্কারভাবে ব্যবহার না করাকেই এইসব জীবাণু বহন করার কারণ বলে গবেষকরা জানান। সূত্র: এনডিটিভি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles