নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ৬ মার্চ মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এদের মধ্যে ঋণ খেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফির মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই দিনই মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ডিএম শরীফুল ইসলাম শফি। পরে কাগজপত্র যাচাই বাছাই শেষে ১১ মার্চ জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
এ ব্যাপারে ডিএম শরীফুল ইসলাম শফি বলেন, মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা প্রশাসকের বরাবর আবেদন করলে আজ তিনি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।