সাইফুল ইসলাম সানি: ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস্ (ডিএসটিএস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই। প্রতিষ্ঠার দীর্ঘ ২৪ বছর পর প্রথমবারের মত কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ঢাকায় অবস্থানরত সখীপুরের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ৫জুলাই থেকে ফেসবুক, ই-মেইল, এসএমএস-এর মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। ১১ জুলাই অনলাইনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ডিএসটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি একেএম জাহাঙ্গীরকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আলমগীর ফেরদৌস, ফারুক হোসেন মিঠু, মো: হারুন অর রশিদ এবং এনামুল হাসান।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৩টি পদের বিপরীতে ১০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ফেরদৌস আহমেদ শুভ (ছাত্র, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ও সাদ্দাম হোসেন উদয় (ঢাকা বিশ্ববিদ্যালয়)। সাধারণ সম্পাদক পদে আহমেদ কামাল (স্টাফ কলেজ), হামিদ সিকদার হিমেল (ঢাকা বিশ্ববিদ্যালয়), আরিফুল ইসলাম (তিতুমীর কলেজ), মো: জাকির হোসেন (ঢাকা কলেজ), নাহিদ হাসান (সাউথ-ইস্ট ইউনিভার্সিটি)। সাংগঠনিক সম্পাদক পদে আবদুল করিম (ঢাকা বিশ্ববিদ্যালয়), শরীফুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও সৈয়দ সবুজ (তিতুমীর কলেজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ বছরে সংগঠন থেকে সাবেক হওয়া সভাপতি-সাধারণ সম্পাদকসহ নিজনিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৬০ জন ব্যক্তিকে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটার হিসেবে রাখা হয়েছে। যাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, এসপি, ইউএনও, বিশ্ববিদ্যালয় শিক্ষক, এডিসি, এএসপি, ম্যাজিস্ট্রেট, এডভোকেট, ব্যবসায়ী, শিল্পী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, পেশাজীবীদের সঙ্গে সারারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হলে নির্বাচনটি আরো উৎসব মুখর হতো।
জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার একেএম জাহাঙ্গীর সখীপুর বার্তাকে বলেন, ঢাকায় অধ্যয়নরত সখীপুরের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর প্রাণের সংগঠনটির নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দেওয়ায় প্রতিষ্ঠার দুই যুগ পর নির্বাচন পদ্ধতি প্রনয়ণ করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদকে বিতর্ক মুক্ত রাখতে ও যোগ্য নেতৃত্ব তুলে আনতেই এ প্রয়াস।
এসবি/সানি