নিজস্ব প্রতিবেদকঃ “এক ক্লিকেই সখীপুর”-এ স্লোগানে ‘ডিজিটাল সখীপুর’ অ্যাপসের যাত্রা শুরু হয়েছে। গর শুক্রবার সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অ্যাপসের কর্মকর্তারা এ ঘোষণা দেন। আগামী ৩০ জানুয়ারি সখীপুর ডাকবাংলো চত্বরে অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে ডিজিটাল সখীপুর অ্যাপসের ফাউন্ডার কামরুজ্জামান কনক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
অ্যাপসের কো-ফাউন্ডার ও সিইও মশিউর আলিফ জানান, ডিজিটাল সখীপুর মূলতঃ একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সখীপুর ভিত্তিক সামাজিক সংগঠন। এই অ্যাপসের মাধ্যমে একটি ক্লিকেই সখীপুর উপজেলার ৪২৯ বর্গ কিলোমিটারের সব তথ্য খুঁজে পাওয়া যাবে ও অনেক কাজ সহজেই করতে পারবে। সংবাদ সম্মেলনে সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক এনামুল হক, প্রেসক্লাবের সহসভাপতি তাইবুর রহমান, যুগান্তর পত্রিকার সাংবাতিক মাসুদ রানা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মোজাম্মেল হক সজলসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ওই অ্যাপসের কো-ফাউন্ডার রিজভী শাকিল, অ্যাপস ডেভেলপার আমিনুল ইসলাম, সালেকিন সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
