23 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

ঢাকাস্থ সখীপুর উপ‌জেলা যুব স‌মি‌তির ক‌মি‌টি গঠন, সভাপ‌তি ম‌নির-সম্পাদক বিপ্লব

জাতীয়ঢাকাস্থ সখীপুর উপ‌জেলা যুব স‌মি‌তির ক‌মি‌টি গঠন, সভাপ‌তি ম‌নির-সম্পাদক বিপ্লব

নিজস্ব প্র‌তি‌বেদক: ঢাকাস্থ সখীপুর উপ‌জেলা যুব স‌মি‌তির ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। শ‌নিবার ঢাকার কাবাব প্যা‌লে‌সে এক স‌ম্মেল‌নের মাধ্য‌মে এ ক‌মি‌টি গঠন করা হ‌য়। এ‌তে সরকার বিল্ডার্স এন্ড ডে‌ভেলপার্স-এর জিএম মো. ম‌নিরুজ্জামান‌কে সভাপ‌তি ও বিল্লাল হো‌সেন বিপ্লব‌কে সাধারণ সম্পাদক নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি গঠন অনুষ্ঠা‌নে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত স‌চিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। এর আ‌গে সংগঠন‌টির সম্ম‌া‌নিত প‌রিষ‌দের সাত সদস্য‌কে ক‌মি‌টি গঠ‌নের দা‌য়িত্ব দেওয়া হয়। ক‌মি‌টির আহবায়ক আবদুর রহমান দিপুর নেতৃ‌ত্বে ওই ক‌মি‌টি ক‌য়েক দফা বৈঠক করে সম‌ঝোতার ভি‌ত্তি‌তে সভাপ‌তি-সম্পাদকসহ ক‌য়েক‌টি প‌দের জন্য নাম চূড়ান্ত ক‌রেন। আহ্বায়ক ক‌মি‌টির অনু‌রো‌ধে সংগঠ‌নের সম্মা‌নিত প‌রিষদ ও কার্য‌নির্বাহী ক‌মি‌টির সভায় আবদুর র‌হিম দিপুর সভাপ‌তি‌ত্বে‌ দেওয়ান মাহবুবুর রহমান বাদল ক‌মি‌টি ঘোষণা ক‌রেন।

সভায় ঢাকাস্থ সখীপুর উপ‌জেলা স‌মি‌তির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন। ক‌মি‌টির সহ-সভাপ‌তি হি‌সে‌বে মোশাররফ হোসাইন, মেশকাত, যুগ্ম সম্পাদক হি‌সে‌বে লাল মাহমুদ, শাহ‌রিয়ার রিপন, মাসুদ রানা এবং সাংগঠ‌নিক সম্পাদক হি‌সে‌বে শেখ মোহাম্মদ হাসনাত, আহ‌মেদ কামাল ও হা‌বিবুর রহমা‌নের নাম ঘোষণা করা হয়।

সভায় সম্মানিত প‌রিষ‌দের সদস্য আবু জা‌হিদ সা‌দিক, অধ্যাপক রেজাউল ক‌রিম রেজা, ফজলুল হক বাপপা, আ‌মিনুল ইসলাম, মো. আ‌মির হোসেন, মো. মাসুদ করিম, প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি শাহ আলম সৈকত প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আবদুর র‌হিম দিপু ব‌লেন, সক‌লের সহ‌যো‌গিতায় এক‌টি ক‌মি‌টি গঠন করা সম্ভব হ‌য়ে‌ছে। আগামী একমা‌সের ম‌ধ্যে একান্ন সদ‌স্যের ক‌মি‌টি পূর্ণাঙ্গ কর‌তে নব‌নির্বা‌চিত সভাপ‌তি সম্পাদক‌কে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। নব‌নির্বা‌চিত সভাপ‌তি ম‌নিরুজ্জামান ম‌নির ব‌লেন, সক‌লের সহ‌যো‌গিতা নি‌য়ে সংগঠন‌টি সমা‌জের নানা ই‌তিবাচক কাজ কর‌বে। সদস্য‌দের নানা কা‌জে আন্ত‌রিকতার স‌ঙ্গে পা‌শে থাকার চেষ্টা কর‌বো। অর্থাৎ সবাই‌কে নি‌য়ে সংগঠ‌নটি‌কে অনন্য উচ্চতায় নি‌য়ে যে‌তে কাজ কর‌বো।
এছাড়াও ক‌মি‌টি গঠন অনুষ্ঠা‌নে প্র‌কৌশলী শামীম আল মামুন, উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, হা‌বিবুন্নবী সো‌হেল, ইয়ার মাহমুদ, জু‌য়েল আল মামুন, রিপন, আ‌মিনুর রহমান আ‌মিন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এসবি/শাকিল/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles