সখীপুর প্রতিনিধি: ঢাকা থেকে দুইদিন আগে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার টাঙ্গাইলের সখীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সখীপুর উপজেলার গড়গবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (১৯) ও ভালুকা উপজেলার চানপুর গ্রামের শহীদুল্লাহ’র ছেলে আবদুল কাদির (১৯)।
গাজীপুর র্যাব-১ (উত্তরা, ঢাকা) এর একটি সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৯৪৪৪) ছিনতাই হয়। ওই গাড়ির মালিক র্যাব সদর দপ্তরে অভিযোগ করলে র্যাব-১ এর এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল গাড়িটি উদ্ধারে অভিযান চালায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও অপর দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ এর এএসপি আসাদুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয় এবং জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।