নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার সম্মাননা পেলেন সখীপুর থানার ওসি(তদন্ত) এএইচএম লুৎফুল কবীর। রোববার বিকেলে ঢাকা রেঞ্জ’র ডিআইজি মো. হাবিবুর রহমান এ সম্মাননা সনদ তুলে দেন । ক্লু-লেস হত্যা মামলার আসামী গ্রেফতার ও আদালতে আসামীর স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান এবং রহস্য উদঘাটন করায় এ সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত ৯ জুলাই রাতে হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে ঘরে সিঁধ কেঁটে সমলা ভানু নামের এক মহিলাকে খুন হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব এএইচএম লুৎফল কবির বিভিন্ন সোর্স ও প্রর্যবেক্ষণে অবশেষে সিরিয়াল কিলার মোঃ আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ এবং কালু ওরফে বাবু প্রামাণিককে গ্রেফতার করে। এসবি/ইসমাইল