
নিজস্ব প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির ঢাকা রেঞ্জে সফল তদন্তকারী কর্মকর্তা ও এসআই মজিবুর রহমান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
তাদের কাজের সফলতা দেখানোর স্বীকৃতি হিসেবে এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ে ক্রাইম কনফারেন্স কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লা আল মামুন (বিপিএম-পিপিএম) আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার হাতে এ সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) আবুল কালাম ছিদ্দিক, এডিশনাল ডিআইজি (এডমিন) আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ইন্সপেক্টর (অপরাধ) শামসুল আলম খান, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ ঢাকা রেঞ্জের অন্যান্য জেলা পুলিশ সুপার।
