নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ফোরাম সখীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র অসহায়দের মাঝে ত্রাণ করেছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ওই ফোরামের ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন। ফোরামের সভাপতি সাবেক সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মো. মেছের উদ্দিন মিয়াসহ আরো কয়েকজন সদস্যের নেতৃত্বে কয়েকটি টিম দরিদ্রদের বাড়িতে বাড়িতে এই ত্রাণ পৌঁছে দেন। সংগঠনের সভাপতি নোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের ঘরে-ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক মেছের উদ্দিন বলেন, শুধু ত্রাণ নয় আমাদের সংগঠনের পক্ষ থেকে তিন মাস আগে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।