- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি আইসক্রীম ফ্যাক্টরীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৫ মার্চ বিকালে পৌরসভার পিপাসা আইসক্রীম ফ্যাক্টরীর মালিক আবদুস সালাম ও ভাই ভাই আইসক্রীম ফ্যাক্টরীর মালিক হাবিবুর রহমান জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন, মানসম্মতভাবে আইসক্রীম তৈরি না করার অপরাধে পিপাসা ও ভাইভাই আইসক্রীম ফ্যাক্টরীর মালিকদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।