ইসমাইল হোসেনঃ ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভার নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিবও নির্বাচন করছেন। এদের মধ্যে বিএনপি ও স্বতন্ত্র দুই প্রার্থীর বাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্ধিনাপাড়া গ্রামে। ওই দুই প্রার্থীর বাড়ি দুই’ শ গজের মধ্যে। একদমই কাছাকাছি দুই প্রার্থীর বাড়ি থাকায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটাররা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে চলছে ব্যাপক আলোচনা সমালোচন। একই ওয়ার্ড থেকে দুইজন মেয়র প্রার্থী হওয়ায় অনুভূতি প্রকাশ করেন বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন। তিনি বলেন, ‘এক এলাকা থেকে আমরা দুইজন মেয়র প্রার্থী হয়েছি। এতে আমাদের মধ্যে কোন দূরত্ব ও বিরোধ নেই। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই। যাতে ভোটাররা তাদের ভোট সঠিক ভাবে দিতে পারে।
এ ব্যাপারে সাবেক পৌর মেয়র ও স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজিব বলেন, এ পৌরসভা থেকে আমি একবার মেয়র নির্বাচিত হয়েছিলাম। পৌর নির্বাচনে আমরা এক এলাকার দুইজনসহ তিনজন মেয়র পদে অংশ নিচ্ছি। আমরা দুজন একই মহল্লার বাসিন্দা। এটা আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। উভয়ের মধ্যেই শান্তিপূর্ণভাবে ভোট যুদ্ধ হবে। কোনও বিশৃঙ্খলা হবে বলে আমি মনে করি না।’

প্রসঙ্গতঃ সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

