নিজস্ব প্রতিবেদক: সখীপুরের মাদক ব্যবসায়ী সজীব সরকার (১৯) ও সজীব হোসেনকে (২০) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সাগরদিঘী পুলিশ ফাঁড়ি ঘাটাইল উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব সরকার সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের আবুল হাসেমের এবং সজীব হোসেন একই উপজেলার নামদারপুর গ্রামের মোখতার আলীর ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন পিপিএম জানান, ‘ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’