সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম ‘নিউজ টাঙ্গাইল’পত্রিকার পক্ষ থেকে উপজেলার অর্ধশতাধিক দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, প্রথম আলোর সাংবাদিক ইকবাল গফুর, ফজলুল হক বাপপা, মতিউর রহমান, মামুন হায়দার, সাইফুল ইসলাম সানি, জুলহাস গায়েন, ইসমাইল হোসেন, আল রাজীবসহ নিউজ টাঙ্গাইলের প্রকাশক সজল আহমেদ, বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।