- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মৌসুমী সরকার রাখী নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। গত ২৬ ফেব্রুয়ারি তিনি সখীপুরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মৌসুমী সরকার প্রশাসনের ২৮তম বিসিএস ক্যাডার। এর আগে ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরীতে প্রবেশ করেন। পরে পদোন্নতি পেয়ে গত ২৬ ফেব্রুয়ারি তিনি সখীপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যাল থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তাঁর গ্রামের বাড়িপাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি একপুত্র এবং এক কন্যা সন্তানের জননী। এর আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে ছিলেন।