
- নিজস্ব প্রতিবেদক: সখীপুর আবাসিক মহিলা কলেজ শুক্রবার নবীন বরণ ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বিকেলে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, ওসি মাকছুদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, অধ্যক্ষ রেনুবর রহমান ও কানিজ ফাতেমা সুরমা প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।