ইসমাইল হোসেন
টাঙ্গাইল-০৮ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে সংর্বধনা প্রদান করা হয়েছে। রোববার বিকালে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সংর্বধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজ সেবক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংর্বধিত এমপি জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিম, অধ্যাপক নজরুল ইসলাম খাঁন, অধ্যাপক রফিক-ই-রাসেল প্রমুখ বক্তব্য দেন।