সাইফুল ইসলাম সানি: সখীপুরের নলুয়া-বাসাইল সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার সময় শামীম ওরফে ফরিদ মিয়া (৩৫) ও আল-আমিন (৩২) নামের আন্ত:জেলা দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে ওই সড়কের কদমতলীগুনী সেতুর কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে পুলিশ ১০ রাউন্ড গুলি করেছে।
গ্রেপ্তারকৃত ফরিদ বাসাইলের কাশিল গ্রামের রিয়াজ উদ্দিনের এবং আল-আমিন ভূঞাপুরের কষ্টাপাড়ার আবদুর রশীদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে সিএনজি অটোরিকশায় করে এসআই আইয়ুবের নেতৃত্বে পুলিশের টহলদল ওই সড়কে গাছ পড়ে রয়েছে দেখে থেমে যায়। এ সময় ১২-১৪ জনের ডাকাতদল অটো-রিকশাটি ঘিরে ফেলে। পরে অটোরিকশায় পুলিশ দেখে ডাকাতরা তাদের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৯৭৯৭) নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি করলে পিকআপের চাকা ফেটে যায়। ডাকাতরা দৌড়ে পালানোর সময় পুলিশ দুইজনকে ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের নামে কয়েক থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুইটি চাপাতি, রড ও ডাকাতিতে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ ১০ রাউন্ড গুলি খরচ করেছে।
এসবি/সানি