নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। সোমবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী। এ সময় সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন প্রমুখ আলোচনায় অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার বিতরণ করেন।
–এসবি/সানি