নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা প্রশিক্ষণ হল কক্ষে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনে করে। আন্তর্জাতিক দাতা সংস্থা কিন্ডার নট হিলফে’র (কেএনএইচ) এতে অর্থায়নে ১৬ দিনব্যাপী সচেতনতা বিষয়ক অভিযান কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি।”

আলোচনা সভায় দারিপাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নেছা মনি, স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান, নুরন্নাহার পাপিয়া, প্রোগ্রাম অর্গানাইজার মলি দত্ত, প্রোগ্রাম ম্যানেজার মি. ইউনূস সাংমা প্রমুখ বক্তব্য দেন।
দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হাসান ও প্রকল্পকর্মী দেলোয়ারা খাতুন আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
–এসবি/সানি