সাইফুল ইসলাম সানি: সখীপুরে নিখোঁজের ১৬ দিন পর তিন সন্তানের জননী আর্জিনার (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পাহাড় কাঞ্চনপুর এলাকার একটি বন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে আর্জিনার মা ও ছেলে পড়নের কাপড় এবং হাতের বাকা আঙ্গুল দেখে লাশ সনাক্ত করেন। মাকে হারিয়ে শিশু সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (০২) এবং মা নাছিমা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন। গত ৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড থেকে আর্জিনা নিখোঁজ হয়।
জানা যায়, সাতমাস আগে আর্জিনা বেগমের সঙ্গে বহুরিয়া ইউনিয়নের খামারচালা গ্রামের জাহাঙ্গীর আলমের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আর্জিনা সন্তানদের নিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকতো। পোল্ট্রিফার্ম ও পেপে বাগানে কাজ করে সংসার চলতো তাদের। বেশ কিছুদিন ধরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনাকে পুনরায় বিয়ে করতে চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় আর্জিনাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করবে বলে মুঠোফোনে হুমকি দেয়। পরে ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অন্যদিকে ওইদিন সকালেই আর্জিনা ফার্মে বকেয়া টাকা নিতে গিয়ে নিখোঁজ হয়। ১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় ডায়েরি করেন। ধারণা করা হচ্ছে ৯ অক্টোবরই আর্জিনাকে খুন করে ওই বনের ভেতর লাশ রাখা হয়। পরে জাহাঙ্গীর আত্মহত্যা করে।
আর্জিনার মা বলেন, প্রাক্তন স্বামী জাহাঙ্গীর মুঠোফোনে দেয়া হুমকিই বাস্তবায়ন করেছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।
-এসবি/সানি