নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান বাদল। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার (৫ জানুয়ারি) ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কেএম আল-আমীন সাক্ষরিত প্রজ্ঞাপনে দেওয়ান মাহবুবুর রহমান বাদলকে নোয়াখালী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেওয়ান মাহবুবুর রহমান বাদল ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ অ্যাডমিনিষ্ট্রেভিস সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব। বাদল টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কচুয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা দেওয়ান হাবীবুর রহমানের জ্যেষ্ঠপুত্র। তিনি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় ‘সখীপুর বার্তা’ সম্পাদক শাকিল আনোয়ারসহ বার্তা পরিবার তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


