নিজস্ব প্রতিবেদক : পরিস্কার নগরায়ন কর্মসূচি ও ইফতার মাহফিল কর্মসূচি পালন করেছে উৎসব ফাউন্ডেশন। রবিবার সকালে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে পরিস্কার নগরায়ন কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আবু হানিফ আজাদ। উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতিতে আ.স.ম নাফিস হাসান রুজের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, প্রেসকাব সভাপতি শাকিল আনোয়ার, পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক একেএম ফজলুল হক, সুজহন আল মামুন, জিএস রাসেল আল মামুন, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজে ইফতার মাহফিল করা হয়।