26 C
Dhaka
Saturday, October 5, 2024

বিয়ের জন্য যেন ব্যাংকগুলো সহজ ঋণ দেয়

নিজস্ব প্রতিবেদক: ২৪-২৫ বছর বয়সকেই বিয়ের জন্য...

টাঙ্গাইলে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ! একজনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলার...

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত ইসরায়েলের: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানের...

পোল্ট্রি শিল্প বাঁচাতে সরকারের দৃষ্টি জরুরি

সখীপুরপোল্ট্রি শিল্প বাঁচাতে সরকারের দৃষ্টি জরুরি

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সখীপুরের পোল্ট্রি শিল্প ব্যাপকভাবে অবদান রাখছে। এ শিল্প থেকে আমিষের একটি বিরাট অংশ  ডিম ও মাংসের যোগান পাওয়া যাচ্ছে। কিস্তু এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা যদি টিকে না থাকেন তাহলেতো দেশের অর্থনীতির চাকা অচল হতে বেশিদিন সময় লাগার কথা নয়। নানা সিন্ডিকেটের ফাঁদে পড়ে খামারীদের এখন ত্রাহি অবস্থা।  ঠিক এমনই অবস্থা হয়ে দাঁিড়য়েছে এ শিল্পখাতের লোকজনের। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন। গত ২৮ মার্চ সখীপুর পৌরশহরে কয়েক হাজার ব্রয়লার- লেয়ার খামারী বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল-মানবন্ধন সমাবেশ করেন তারা। পরে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন। খামারীদের দাবি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট এ খাত থেকে সুবিধা নিচ্ছেন। যা প্রতিরোধ করা দু:সাধ্য হয়ে পড়েছে। তাদের যৌক্তিক দাবি, একদিনের একটি ব্রয়লার মুরগীর বাচ্চা উৎপাদন খরচ ২০/২২ টাকা। যা খামারীরা কিনছেন ৬০/৭০ টাকায়। একইভাবে লেয়ারের বাচ্চার উৎপাদন খরচ ২৫/২৭ টাকা। যা খামারীরা কিনছেন ১৫০/১৭০ টাকায়। অন্যদিকে, হ্যাচারী মালিকরাও মাংস উৎপাদন করছেন।      অপরদিকে, মাংস ও ডিমের ন্যায্য মূল্য না পাওয়ায় খামারীদের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। আমরা আশা করবো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খামারীদের দাবিগুলোর দিকে দৃষ্টি প্রদান করে এ শিল্পকে আরো গতিশীল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles