গত ১৯ মে ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে টাঙ্গাইলের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল টাঙ্গাইল প্রতিদিন ডটকমে ‘‘সখীপুর নলুয়া বাছেত খান বিদ্যালয় শিক্ষকদের ব্যাপক কোচিং বানিজ্য” শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন ওই বিদ্যালয়ের ৮ শিক্ষক। গতকাল ওই ৮ শিক্ষকের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে তাঁরা জানান, ‘‘সখীপুর নলুয়া বাছেত খান বিদ্যালয় শিক্ষকদের ব্যাপক কোচিং বানিজ্য” শিরোনামের সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই আমরা সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদে উল্লেখ করা হয়েছে মো. হান্নান নামের গনিত বিষয়ের এক শিক্ষক বিদ্যালয়ের পেছনে তার নিজস্ব হোষ্টেলে কোচিং সেন্টার খোলেছেন। ওই হোষ্টেলে শিক্ষার্থীদের রেখে কোচিং পড়ানো হয়। প্রকৃতপক্ষে বিদ্যালয়ের পেছনে মো. হান্নানের কোনো হোষ্টেল নেই। এরকম অংসখ্য ভুল ও বানোয়াট তথ্য দিয়ে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য না নিয়েই মনগড়াভাবে সংবাদটি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করছি একটি কুচক্রীমহল সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।
কাজেই আমরা প্রকাশিত ওই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।