গত ৯ জুন ২০১৯ খ্রিস্টাব্দে সাপ্তাহিক শোষিতের কণ্ঠ পত্রিকায় ‘টাঙ্গাইলের সখীপুরে একাধিক অপকর্ম সাথে জড়িত! প্রধান শিক্ষক আব্দুর রহমান খোকার কু-কর্মে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন আমবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। গতকাল ওই প্রধান শিক্ষকের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, ‘টাঙ্গাইলের সখীপুরে একাধিক অপকর্ম সাথে জড়িত! প্রধান শিক্ষক আব্দুর রহমান খোকার কু-কর্মে অতিষ্ঠ এলাকাবাসী’ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদলিপিতে তিনি আরো জানান, সংবাদে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে চরমভাবে মিথ্যাচার প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে আমবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু এলাকার কিছু স্বার্থবাদী লোকের ভুল তথ্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য দিয়ে এবং আমার বক্তব্য ছাড়া আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো প্রকার সুযোগ না দিয়ে মনগড়াভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি মনে করছি একটি কুচক্রীমহল কথিত ওই সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে। কাজেই আমি প্রকাশিত ওই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-মো. আবদুর রহমান, প্রধান শিক্ষক, আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সখীপুর, টাঙ্গাইল।