টাঙ্গাইলের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে গত ৮ মে ‘সখীপুরে প্রতিবেশীর বেড়া গুড়িয়ে দিল আরেক প্রতিবেশী’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সখীপুর উপজেলার দুলাল উদ্দিন ভেন্ডারের ছেলে ফিরোজ।
এক প্রতিবাদলিপিতে ফিরোজ বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত অধিকাংশ তথ্যের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় মিথ্যা সংবাদ প্রচার করে আমার পরিবার ও আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
মূল ঘটনা হলো: আমার বাসা ও প্রতিবেশী মোহাম্মদ আলীর বাসার মাঝ বরাবর আমাদের দু’জনেরই প্রতিবেশী নূরহাব আলীর বাসার জমি রয়েছে। আমাদের দুই বাসার মাঝখান দিয়েই নূরহাব আলী দীর্ঘদিন ধরে যাতায়াত করেন। হঠাৎ গত ৫ মে আমার প্রতিবেশী মুহাম্মদ আলী চলাচলের ওই সুরো রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছিলো। এ সময় আমি রাস্তাটি বন্ধ না করার অনুরোধ করি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। রাস্তা বন্ধ করার বিষয়টি স্থানীয় কাউন্সিলরও অবগত রয়েছেন।
এ ছাড়া প্রকাশিত সংবাদে আমার যে বক্তব্য দেওয়া হয়েছে তাও আমার কথা নয়। প্রকৃতপক্ষে ওই সাংবাদিক আমার সঙ্গে কথা না বলেই নিজের ইচ্ছামত মনগড়া বক্তব্য সংযুক্ত করেছেন। মূলত ওই সাংবাদিকের সঙ্গে আমার দেখা বা কথাই হয়নি। এ কারণে আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
–ফিরোজ
পিতা: দুলাল উদ্দিন ভেন্ডার।
সখীপুর, টাঙ্গাইল।