নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক কালের কণ্ঠ’র সখীপুর শুভ সংঘ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। বুধবার সকালে উপজেলা হল রুমে এক অনুষ্ঠানে পঞ্চাশ জন প্রতিবন্ধীর হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সাবেক সিভিল সার্জন বিশিষ্ট সমাজ সেবক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠানে শুভ সংঘের উপদেষ্টা কালের কণ্ঠ’র সখীপুর প্রতিনিধি ও সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাছেত, শুভ সংঘ সখীপুর শাখার সাধারণ সম্পাদক তারিফ ইহসান প্রমুখ বক্তব্য দেন। এসময় শুভ সংঘের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি সুমন সরকার, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, শুভ সংঘের সহসভাপতি সুমন আহমেদ সূর্য, যুগ্মসাধারণ সম্পাদক রেজভী শিকদার শান্ত, সাংগঠনিক সম্পাদক রেজাউল শিকদার রাজ, সদস্য মাসুদ শিকদার, ফিদেল শিকদার, শাকিল শিকদার, শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই ও সাবান। প্রধান অতিথি চিকিৎসক আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে প্রতিবন্ধীদের প্রতি মানবিক সহায়তা প্রদান করায় সখীপুর শুভ সংঘকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে শুভ সংঘের শুভ উদ্যোগের সঙ্গে থাকবেন বলেও ঘোষণা দেন।


