মোজাম্মেল হক সজল: জেএসসি ও সমাপনী পরীক্ষায় উপজেলার শ্রেষ্ঠ হওয়ায় আনন্দ শোভাযাত্রা করছে সখীপুর প্রতিভা ক্যাডেট স্কুল। বুধবার সকালে আনন্দ শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিভা ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সহকারী অধ্যাপক মুহম্মদ রফিকুল হক বাদল, প্রধান শিক্ষক তোজাম্মেল হক বাবুলসহ স্কুলের সহাকারী শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।
প্রধান শিক্ষক তোজাম্মেল হক বাবুল সখীপুর বার্তাকে জানান, স্কুল থেকে জেএসসি পরীক্ষায় একজন এ+ ৭জন এ গ্রেড পেয়েছে। সমাপনী পরীক্ষায় ১৩ এ+ ৬জন এ গ্রেড পেয়েছে। এছাড়া জেএসসি ও সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ২০১৫ সাল থেকে বিগত ৫ বছর ধরে স্কুলটির পাশের হার শতভাগ।
-এসবি/সানি