নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে বই বিক্রির এক লাখ টাকা বিতরণ করলে আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আতাউল মাহমুদ। তিনি আ.লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এ টাকা বিতরণ করা হয়। টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী,স্থানীয় আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য আ.লীগ নেতা প্রকৌশলী আতাউল মাহমুদ ‘সরি টু সে উই ডোন্ট ডু দ্যাট পলিটিক্স’ নামে একটি বই লেখেন। ওই বই বিক্রি থেকে আয় হওয়া এক লাখ টাকা বিতরণ করা হয়। প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, বই বিক্রির টাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার ঘোষণা আগেই দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই বিশেষ দিনে বিশেষ জনগোষ্ঠীর দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমি আনন্দিত।


