26.5 C
Dhaka
Sunday, April 20, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: বিএনপির ভাইস চেয়ারম্যান

জাতীয়প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: বিএনপির ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

একজন রাষ্ট্রপতি কেন, তাঁর অনেক নিচের স্তরের কারোরই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া উচিত নয়।’

টাঙ্গাইলের সখীপুরে গতকাল সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে ‘সখীপুর প্রেসক্লাবে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির এই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযম খান বলেন, ‘সেনাপ্রধান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এই রাষ্ট্রপতির নেতৃত্বে একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি এখন যে মন্তব্যটা করছেন, ওনি কি আদৌ চিন্তা করেছেন? ওনি এসব মন্তব্য করতে পারেন কি না? ওনি তো নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন।

এ সময় আহমেদ আযম খান বিস্ময় প্রকাশ করে বলেন, একি পাগলের প্রলাপ! এটা তো রাষ্ট্র! একটা রাষ্ট্র নিয়ে তো আমরা এভাবে ছিনিমিনি খেলতে পারি না।’তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের যারা দোসর, তারা রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলতে পছন্দ করেন। আজকের বাস্তবতা হলো ড. ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ আছে। বাস্তবতা হলো ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এই বাস্তবতায় রাষ্ট্রপতি যে মন্তব্য করছেন, তা দায়িত্বজ্ঞানহীন। আমার তো মনে হয়, তাঁর আর একমুহূর্তও রাষ্ট্রপতির দায়িত্বে থাকা উচিত নয়।’

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বিএনপির কোনো কর্মসূচি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘শুধু বিএনপি কেনো, সমগ্র জাতিই এই রাষ্ট্রপতির পদত্যাগ চায়। কর্মসূচির বিষয়ে আমার দল কী সিদ্ধান্ত নিয়েছে, আমি এখনো জানি না। এ বিষয়ে দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘোষণা দেবেন। তবে এরই মধ্যে বিভিন্নভাবে আলোচনায় এসেছে যে তাঁর আর এই দায়িত্বটা পালন করা উচিত নয়।’

এ সময় আহমেদ আযম খান আরও যোগ করেন, ‘তিনি (রাষ্ট্রপতি সাহাবুদ্দিন) যখন দুদকে ছিলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ পাওয়া যায়, তিনি যখন ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন, সেই সময়ও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এই রকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষ একটি দেশের রাষ্ট্রপতির পদমর্যাদায় থাকলে, সেই দেশের মান ক্ষুন্ন হয়, মর্যাদা ক্ষুন্ন হয়।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিনসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles