নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার দেবলচালা গ্রামে গিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও স্কুল শিক্ষকদের উপস্থিতির খবর পেয়ে মেয়ের বাবাসহ বরযাত্রীরা পালিয়ে যায়। ওই সময় বাল্যবিয়ের প্রস্তুতির সত্যতা প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা ওই বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের মাকে এক হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েটিকে বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।
প্রধান শিক্ষক আবদুল কাইউম বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনসহ আমার বিদ্যালয়ের সাত শিক্ষককে নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে হাজির হই। আগামীকাল শনিবার থেকে ওই মেয়েটি নিয়মিত ক্লাস করবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা বলেন, বাল্যবিয়ের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। বাল্যবিয়ে বন্ধে আমাদের অভিযান চলমান।