21 C
Dhaka
Monday, November 17, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

তথ্যনির্ভর সংবাদ পরিবেশন প্রেসক্লাব নিশ্চিত করতে পারে….. ভূমিকা অনেক..কৃষিমন্ত্রী

সখীপুরতথ্যনির্ভর সংবাদ পরিবেশন প্রেসক্লাব নিশ্চিত করতে পারে..... ভূমিকা অনেক..কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি বলেছেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র  রাষ্ট্রের অন্য তিনস্তম্ভের ভুলভ্রান্তি তুলে ধরে। একটি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে কিনা, সঠিক পথে আছে কিনা তা সাংবাদিকগণ অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার সাথে তুলে ধরেন। তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশে সাংবাদিকদের উপর নানা রকম নির্যাতন-নিষ্পেষণ চলছে।  সাংবাদিকরা যুদ্ধের সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেকক্ষেত্রে তাঁদের জীবন হারাচ্ছেন। আজ শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রেসক্লাবের দায়িত্ব দুটিঃ প্রথম কাজ হচ্ছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করা। দ্বিতীয় কাজ হচ্ছে সাংবাদিকদের নিজের পরিবার রয়েছে, তাঁদের জীবনজীবিকা ও স্বার্থগুলো তুলে ধরাও প্রেসক্লাবের দায়িত্ব। সরকারের ই্চছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না’ ব্যারিস্টার মওদুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সরকার মুক্তি দিতে পারে না। সরকারের কিছু করার নেই।  খালেদা জিয়া রাজনীতি করে জেলে যান নি। দুর্নীতির মামলায়  বাংলাদেশের আইন অনুযায়ী তাকে জেল দেওয়া হয়েছে। তার মুক্তি কেবল বিচার বিভাগের মাধ্যমে আইন অনুযায়ী হতে পারে।টাঙ্গাইল প্রেস ক্লাবের  সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম,  টাঙ্গাইল-৫ আসনের সাংসদ মোঃ ছানোয়ার হোসেন,, টাঙ্গাইল-২ আসনের সাংসদ  তানভীর হাসান ছোটমনির, জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles