ইসমাইল হোসেনঃ
সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সরকারি মুজিব কলেজের অধ্যাপক মোসলেম আবু শফির ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সখীপুর প্রেসক্লাবের আয়োজনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, কবর জিয়ারত ও স্মরণ সভা। রোববার সন্ধ্যায় স্বরণ সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাত লতিফের সভাপতিত্বে সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মতিউর রহমান, আনোয়ার কবির, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল, মাসুদ রানা, জুলহাস গায়েন প্রমুখ বক্তব্য দেন।