নিজস্ব প্রতিবেদক: ‘ফুঁসফুঁসের জটিল রোগে আক্রান্ত অসহায় মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারকে বাচাঁতে এগিয়ে আসুন’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসুস্থ্য সাদিয়ার ছবিসহ এমন একটি স্ট্যাটাস দেখে ঢাকা থেকে গাড়ি নিয়ে মেয়েটির বাড়ি টাঙ্গাইলের সখীপুরে এসে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। সাদিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রফেসর ডা. জাহিদ হোসাইনের তত্ত্বাধায়নে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া ২০১৬ সালের সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়। কিন্তু গত একমাস ধরে সে ফুঁসফুঁসের রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। অসহায় বাবার পক্ষে সাদিয়ার চিকিৎসা করা সম্ভব ছিলোনা।
সাদিয়ার বাবা সামাদ মিয়া বলেন, ‘মেয়ের চিকিৎসা করাতে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হয়েছে। আমি আর খরচ চালাতে পারছিলাম না। ভেবেই নিয়েছিলাম- মেয়েটা আমার মরে যাবে।’
এ বিষয়ে প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, ‘ফেসবুকের ওই লেখাটা দেখে আমি বসে থাকতে পারিনি। মানবিক কারণেই সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’
