

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ -এর বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে সখীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে আনোয়ার হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সখীপুর পৌরমেয়র আবু হানিফ আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নাজমুল হক, মাসুদ রানা, আশিষ তরফতার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

