নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভূয়াপুর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সখীপুর কাদের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী-বিজিতদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খাঁন, সখীপুর উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
