26.5 C
Dhaka
Wednesday, August 20, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

বছ‌রের প্রথম‌ দি‌ন নতুন বই পে‌য়ে উচ্ছ্ব‌সিত শিক্ষার্থীরা

বাংলাদেশশিক্ষাবছ‌রের প্রথম‌ দি‌ন নতুন বই পে‌য়ে উচ্ছ্ব‌সিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে সখীপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। তবে করোনার কারণে গত বছরের মতো এবারও উৎসব না করে স্বাস্থ্যবিধি মেনে চলে বিতরণ কার্যক্রম। শনিবার সকালে উপজেলার সরকারী সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ও সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, প্রধান শিক্ষক কাউয়ুম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম জানান, উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসায় শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক স্তরের প্রায় ৭০ ভাগ বই এসেছে। বাকি বইগুলো পর্যায়ক্রমে সরকারী নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিন থেকে ১২ দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম জানান, শনিবার সকাল থেকে উপজেলার ১৪৭টি প্রাথমিক ও ৮৬টি কি-ারগার্টেনে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরের শতভাগ বই উপজেলায় এসেছে এবং বইয়ের চাহিদার কোনো ঘাটতি নেই বলেও তিনি জানান।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান বলেন, জানুয়ারিতে বিদ্যালয় খোলা থাকবে। পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles