নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বন মামলার পরোয়ানাভুক্ত আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বনের গাছ কাটার পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি উপজেলার সাপিয়ারচালা গ্রামের ওসমান গণির ছেলে সুজন মিয়া, বন মামলায় দূর্গাপুর গ্রামের শামসুল হকের ছেলে আল আমিন এবং বহুরিয়া চতলবাইদ গ্রামের সোবহান খানের ছেলে ফিরুজ খান।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।