নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মামুন হায়দার এবং প্রেসক্লাবের কল্যাণ সমিতির সভাপতি, দৈনিক যায়যায়দিন সংবাদদাতা সাজ্জাত লতিফ টাঙ্গাইলের শীর্ষ ও পাঠক নন্দিত পত্রিকা সাপ্তাহিক পূবার্কাশ-এর বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক পত্রিকাটির বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে কর্তৃপক্ষ বর্ষসেরা সখীপুরের দুই সাংবাদিকের নাম ঘোষণা করেন। সাপ্তাহিক পত্রিকাটির বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটের দশকের কবি, বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। এছাড়াও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতাদর্শে প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথা-এর সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, সাপ্তাহিক পূবার্কাশ সম্পাদক ও টাঙ্গাইল ল কলেজের প্রিন্সিপাল খান মোহাম্মদ খালেদ, বার্তা সম্পাদক ও বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক রাশেদ রহমান, মাইটিভির প্রধান বার্তা সম্পাদক খান মোহাম্মদ সালেক, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, কালের কণ্ঠ টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, চ্যানেল আই প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাপ্তাহিক পূবার্কাশ-এর বার্তা সম্পাদক রাশেদ রহমান বর্ষসেরা সখীপুরের দুই সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মামুন হায়দারের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি এ নিয়ে তৃতীয় বারের মতো জনপ্রিয় সাপ্তাহিকটির বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত ও পুরস্কার লাভ করার কথা উল্লেখ করেন। পুরস্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আরও জানান, পুরস্কার প্রাপ্তি তো সব সময়ই আনন্দের। পুরস্কার বা স্বীকৃতি সাংবাদিক মনকে আনন্দ দেয়। তবে পুরস্কার একজন সাংবাদিকের লেখার প্রতি সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দেয়। এসবি/ইসমাইল