নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসের ব্যক্তি উদ্যোগে ৩২০জন দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ট্রাকযোগে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে সোমবার সকালে বগা প্রতিমা গোল ঘর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বার, ফজলুল হক তালুকদার, গোলাম সারোয়ার শিম্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসের ব্যক্তি উদ্যোগে ওই ইউনিয়নের ৩২০ জনকে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটা বল সাবান দেওয়া হয়।
বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও আমার ইউনিয়নের ৫১জন দরিদ্র মান্দাই নৃ জনগোষ্ঠীর মাঝেও এসব ত্রাণ বিতরণ করেছি। তিনি দেশের এ দুর্যোগে বিত্তশালী সকলকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।