নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উলজেলার বাঘেরবাড়ি গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার সকালে ওই এলাকার শতাধিক দুস্থ, অসহায় ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করা হয়। ওই গ্রামের রাজু সিকদার বলেন, আমাদের গ্রাম থেকে বিভিন্নদেশে থাকা প্রবাসী জয়নাল আবেদিন, মিজানুর রহমান, ইউসুফ আলী, শামীম, ইব্রাহিম, আনোয়ার, হারুন, শাহীন, আরিফ, ইসমাইল, আরিফ, জসিম, করিম, আল আমীন, লেমন, মিনহাজ, ইসমাইল, ওয়াজ করুনি, মনির, আক্তার হোসেন, মজিবুল, এরশাদুল, শাহাজালাল, ফেরদৌস, লালমিয়া, সোনালী, ইব্রাহিম, আজিজুল ও ইউসুফ এদের অর্থায়নে অসহায়দের ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সেচ্ছসেবক ও যুবসমাজ অংশ নেয়।